পাহাড় বললে মেঘ কে,
তুই কেন এতো নির্দয়?,
আমার লেখা স্মৃতিগুচ্ছে,
কাঁপে না তোর হৃদয় ?
দিন,বৎসর ,যুগ চলে যায়,
তোরই পানে চাই,
এতো অপেক্ষা বৃথাই গেলো,
দিলি না তবুও সাই |
মেঘ সেদিন গর্জে উঠলো,
বলছি তবে শোন,
মুশল ধারে বার্তা আমার,
নামে প্রতি শ্রাবণ ,
দিন , বৎসর , যুগ চলে যায়,
তোর অপেক্ষায় ,
আকাশ সোপানে উঠবি কবে,
করবি দেখা হায় |
পাহাড়ের বুকে যে রক্তাক্ষর ,
(আসলে সে মেঘের স্বাক্ষর),
আমরা ভাবি ক্ষয়সাধন !