ঘর চেয়ে বাহির পেলাম
ভালো চেয়ে মন্দ
ক্ষনে ক্ষনেই লিখতে বসে
হারিয়ে ফেলি ছন্দ ।


ছন্দ খুঁজে বেড়াই এখন -
মনেরই এক কোনে
ছন্দ - কথা ঘুরে বেড়ায়
পথে ঘাটে বনে ।


বনের মধ্যে পথ খুঁজি
আর পথের মধ্যে ঘর
ঘরের লোভে পথ ভুলেছি
কে যে আপন পর ।


পরের কথা মিছেই বলা
পর কি কোনো জাত?
নিজের ঘোরে পরের পানেই
বাড়িয়ে দিলাম হাত ।


হাত তো শুধু হাত ছিলো না
মরীচিকার ভয়
মিছে মায়ার ছল-চাতুরী
মিথ্যে বাতাস বয় ।


বাতাস চেয়ে শুধুই পেলাম
কাল বৈশাখী ঝড়
বন্ধু তাকেই ভেবেছিলাম -
সে যে গুপ্তচর ।


গুপ্তচরের ঠিকানা নেই
নেই তো কোনো বাস
আমি একাই বসে রইলাম -
আর আমার দীর্ঘশ্বাস ।


দীর্ঘশ্বাস কেও ভুলে থাকা -
বাঁচার বড় আশা
বাঁচতে বাঁচতে খুঁজতে খুঁজতে
কতই কান্না-হাসা ।


হাসির কথা কি যে বলি
হাসছে চোখের জল
মরার মাঝেই বেঁচে থাকা
বেঁচে থাকার ছল ॥