অনেক বারই শুনেছিলাম
বাংলা নাকি ভাষা নয়?
সত্যি বলছি - সব বাড়িতেই
বাংলাতেই তো কথা কয় ।


বাংলা বাজার বাংলা খবর
বাংলা সবার সুখ,
এই বঙ্গেই দেখেছিলেন
কবি 'বাংলার মুখ' ।


তবু এ ভাষা ভাষা হবে না?
ইংরাজি বলি দাপিয়ে,
কথা ফুটতেই 'মম্'- আর 'ড্যাড্'
মুখেতে দেই চাপিয়ে ।


তুমি যদি বল 'গুড মর্নিং'
আমি বলি 'সুপ্রভাত' -
তবে কি বলছ কাটা পড়ে যাবে -
আমার মুখ নাক কান হাত?


নিজের ভাষাই সবচেয়ে ভালো,
তোমরা যে যাই বলো
বাংলা আমার অমৃত মধু
বাংলা সর্বরূপ ।
একবার নয় শতবার তাই
বাংলাতে দেব ডুব ॥