বিদায়ী বর্ষে শপথ নিলাম
কাঁদতে ভুলে যাবো ।
বিদায়ী বর্ষে শপথ নিলাম
হাসির কথাই কব ।
তোমার কথা ভেবে ভেবেই
কাটিয়ে দেবো বেশ
তোমায় নিয়ই কাব্য লেখা
থাকবে খুশির রেশ ।
তুমি এখন নতুন খাতা
আর বৈশাখী গানে
তুমি এখন উদাস হাওয়া
আমার কানে কানে ।
আমার মন দাপিয়ে বেড়ায়
কালবৈশাখী ঝঞ্ঝা
তাই তো আমি শপথ নিলাম
লড়েই যাবো পাঞ্জা ।
যদি চাও সঙ্গে নেবো
বাড়িয়ে দিও হাত
তবেই জেনো কেটে যাবে
অন্ধকার এই রাত ।
রাতের শেষে সূর্য উঠবে
হবেই নতুন ভোর
নতুন বর্ষ এসে গেলো
বলছে খোলো দোর ॥