পৃথিবীর আর পাঁচটা মানুষের মতো
বাবা আমার সুপার হিরো
বাবা আমার আলাদিনের প্রদীপ ।
যার কাছে এক আকাশ তারা চাইলেও
পলকেই তা আমার হাতে -
যদি চাঁদ চাই - তাতেও রাজি ।
কিন্তু আমি তোমায় কি দিলাম বাবা ?
যে হাতটা ধরে হেঁটেছি টলমল পায়ে,
সেই হাতটাই ধরতে পারলাম না ।
জানি না কোনো দিন ফেরা হবে কি না ?
জানি না কবে তোমার পায়ে পা মেলাব -
তুমি ভালো আছো তো বাবা ?
আমাদের ঘরটা ভালো আছে ?
আর তোমার সেই সাইকেল ?
যেটা চড়ে তুমি আর আমি -
রাজ্য জয় করতাম ।
তোমার চশমাটা গড়িয়েছো বাবা ?
সেবার যে হারিয়ে ছিল,
তুমি টেরও পাও নি ।
আমার আবার তোমার কাছে যেতে ইচ্ছে করে
জানি তা সম্ভব নয় ।
তবুও ইচ্ছেপাখি উড়ান দেয় -
খুব ইচ্ছে করে তোমার কাছে গল্প শুনতে -
খুব ইচ্ছে করে ।
যদি একদিন শেকলগুলো কাটতে পারি
ঝড়কে নিতে পারি হাতের মুঠোয়
তবে যাব তোমার কাছে -
তোমার হাত ধরে হাঁটতে -
তোমার চোখ দিয়ে দেখতে,
তবে পরজন্মের পারে
দেখা হবে আমাদের
আমায় চিনতে পারবে তো বাবা ?