চৈত্রেরই রুদ্ররূপে
তপ্ত চারিদিক
বলছে চাতক বৃষ্টি নামুক
সব ভিজিয়ে দিক ।


ভিজতে চাইছে আমের মুকুল
ভিজতে চাইছে পাখি
সবাইকে ভিজিয়ে দিতে
এলো কালবৈশাখী ।


বৈশাখেরই মত্ত মাদল
উঠল রনরনি -
আকাশ জুড়ে আলোর নাচন
বাজলো বজ্রধ্বনি ।


আকাশ ঘিরে রুদ্রজটা
কাল বৈশাখী ঝড়
নাচছে দেখি ময়ূর গুলি
বাধঁছে দেখি ঘর ।


আমের বোলে অলি এলো
মধুর লোভে লোভে
ধরার বুকে এমন মায়া
কেমন করে শোভে ?