মন ও শরীর দুটো যেন আলাদা সত্বা
মনটা মরে যাবার পরেও
এই শরীরটা নিয়ে বৃথাই টানাপোড়েন মনটা এখন মৃত ঠান্ডা নীলাভ,
শরীরটায় এখনও উষ্ণতা আছে ।
এই ঠান্ডা শীতল মনের অধিকার চায় নি কেউই -
শুধু চেয়েছে কৃতদাস বানাতে এই নীর্জীব ধড়টাকে,
যে ধড়টার কোনো মূল্য নেই
সে শুধু একটা খোলস ।
এই খোলসের লোভে -
বিষ ছড়িয়েছে বাতাসে -
বিষাক্ত দানব -
দাঁত নখে দিয়েছে শান ।
তীক্ষ্ন ধারালো নখের আঁচড়ে
ক্ষত বিক্ষত করতে চেয়েছে খোলসটাকে -
কিন্তু মন ?
তার খোঁজ সে পায় নি,
নিতেও চায় নি -
খোলসের লোভে মুখোশ পরেছে
রং এর উপর রং,
জালের উপর জাল বুনেছে -
ছলের উপর ছল ।
জালের ভয়ে পালিয়ে বাঁচি
ছলের ভয়ে মন -
মৃত মন খুঁজে  খুঁজে
বাঁচি সারাক্ষন ॥