রাত নিঝুম পথে কত ভয়
তবুও রানার ছোটে
আসল কথা না ছুটলে তার
খাবার কি করে জোটে ?
তার ঘরে বুঝি অনাহারে মা
তাঁর বুঝি আর অন্ন জোটে না
তাইতো ছেলের মনে নেই ভয়
পিঠে করে সে কত বোঝা বয়
ঘামে রক্তে ক্লান্ত শরীরে
পথে পথে শুধু ছোটে -
আসল কথা না ছুটলে তার
খাবার কি করে জোটে ?
মায়ের কষ্টে কেঁদে ওঠে বুক
নাই-কো ছেলের তন্দ্রা ও ভুখ
নিয়ে লন্ঠন শুধু সে যে ছোটে
ভোরের আলো ঐ বুঝি ফোটে
আসল কথা না ছুটলে তার
খাবার কি করে জোটে ?
আজও ঘরে ঘরে কত যে রানার
সময় কি আছে, সে কথা জানার
হয়তো তাদেরও ভাত নেই ঘরে
দিন-রাত্রি পথে ঘুরে মরে
নতুন বেশেতে নতুন দেশেতে
দিবা-নিশি তারা ছোটে -
আসল কথা না ছুটলে তার
খাবার কি করে জোটে ?