আমার একটা বেড়াল ছিল,
নাম ছিল তার পুষি ।
একটু আধটু মাছের কাঁটা
থালায় পেলেই খুশি ।
মিয়াঁও বললে কোলে আসে,
হুশ বললে পালায় -
দিনের বেলা মাছ খায়,
আর রাতের বেলায় মালাই ।
পুষি সবার চোখের মনি
সবার প্রিয় ধন -
সবাইকে সে আপন করে
সবার ভরায় মন ।
একদিন ভর দুপুর বেলা,
আমি তখন ছাদে -
হটাৎ যেন মনে হল
পুষি আমার কাঁদে !
পুষির কান্না শুনতে পেয়ে
দৌড়ে গিয়ে দেখি
ছোট্টো পুষি প্রানের দায়ে,
ছুট্টে পালায় একি !
পাড়ারই এক দস্যি ছেলে
মারছে তাকে ঢিল,
তাইতো পুষি ঘর ছেড়েছে
পেরিয়েছে খাল-বিল ।
ভয়ে পুষি আসেনি ঘরে
ভুলেছে ঘর-দোর,
আজও ডাকি - "আয়রে পুষি -
পায়নি খিদে তোর?"