রংটি আমার তেরঙ্গা
এই দেশেতেই থাকি,
স্বাধীনতা নামটি আমার
স্বাধীন হওয়ায় ফাঁকি ।


স্বাধীন-স্বাধীন বলে আমার
বয়স হল সত্তর,
এখন আমি হচ্ছি বুড়ো
লাগছে ওষুধ-পত্তর ।


ওষুধ তো লাগবেই বলো-
খাচ্ছি সবই ভেজাল ।
লাটে উঠেছে আইন-কানুন
রাস্তা গুলো বেহাল ।


একদিনের এই স্বাধীনতায়
লাভ কি বলো তোমার?
সারা বছর ঘুম আসে না
গন্ধ ঘোরে বোমার ।


চাইছি আমি সেই ছেলেটা
খুঁজবে রাজার কাপড়,
মিটবে তখন মনের জ্বালা
ঘুচবে বুকের ফাঁপড় ।


তার হাতেতেই তুলে দেব
আমার জয় ডঙ্কা ।
তার মনেতে থাকবে না ভয়
চোখেতে নেই শঙ্কা ।


নিরাশা তো অনেক হল
আশার কথা বলি -
ফুল তো সামনে অনেক পাবো
কাঁটার পথেই চলি ।


বোমার গন্ধ ভুলে তখন
ফুলের গন্ধ আসবে,
শান্ত হবে তেলেঙ্গানা
কাশ্মীরও তো হাসবে ।