ইচ্ছে যেন যাযাবর পাখি
ঠিকানা হারিয়ে ফেলে,
স্বপ্নে ইচ্ছরা ঠিকানা খোঁজে
রোদ- ঝড়-জল পেরেয়ে ।
সাপের খোলসের মত
ঠিকানা বদলায় রোজ ।
তবু বাঁচতে চাওয়ার ইচ্ছতে
মশগুল দুটো চোখ -
মৃত্যুর অন্ধকার গহ্বর থেকে
বাড়ানো হাত যেন
কার অপেক্ষায় -
সেই আগুন্তুকের অপেক্ষায়
সে যেন আমার আদিম কালের চেনা
চেনা গন্ধে বিভোর আমি ।
তার চোখ দুটি জ্যোৎস্নার মত
আমায় ডাকে মাঝরাতে ।
সৌভাগ্য স্বপ্নের মুর্ছনায় ।
স্বপ্নের চোরাস্রোতে তলিয়ে যেতে যেতে
ডাক দেয় হৃদয়ের পথে -
সন্তপর্ণে হাত ধরে নিয়ে চলে
স্বপ্নের অতলে বিশুদ্ধ আলোয় ।