হাওয়ায শব্দে গান শুনি
আর সুর বুনি মনে মনে,
পাখির কাকলিতে কথা আর
জাল বুনি ক্ষনে ক্ষনে ।


বাজের সঙ্গে বাজি রেখে
দেব আকাশ পাড়ি,
চাঁদের সাথে রাত জাগি আর
ঝড়ের সাথে আড়ি ।


রেণুর রং-এ রং করি আর
ধুলোয় ওড়াই স্বপন,
কুয়াশাতে পথ খুঁজি
করি নতুন আশার বপণ ।


ইচ্ছে ঘুড়ি আকাশে ওড়াই
হাতেই রাখি প্রানটা,
জীবন বড় কমদামি আর
দামি শুধুই মানটা ।


খেয়াল-খুশির আবদারেতে
স্বপ্নের পথে পথ হাঁটি,
নসিবেতে যাই লিখুক
মনটা মোদের খুব খাঁটি ।