জীবনটা যেন কাটাকুটি খেলা -
খেলতে খেলতে কাটে,
কেউ বা খেলে পথে-প্রান্তরে
কেউ বা খেলার মাঠে ।


খেলছে বা কেউ কারখানা-কলে
জীবনও কখনও খেলে,
জিতছে মানুষ কেনো খেলাতে
মৃত্যুকে পিছে ঠেলে ।


জীবন কখনও চোরাবালি আর
কখনও তুফান ঝঞ্ঝা,
খেলেছি কখনও হোলি আর
কখনও লড়েছি পাঞ্জা ।


জীবনটা যেন কাটাকুটি খেলা -
খেলতে খেলতে বাঁচা,
কিনছে জীবন চড়া দামে কেউ
খেলছে বা কেউ বড় কাঁচা ।