পূজো মানে - একটু হাসি
একটু চোখের জল ।
পূজো মানে - একটু ফাঁকি
একটু মনের বল ।
পূজো মানে - শিউলি ফোটা
সূর্য ওঠা ভোর ।
পূজো মানে - ঊমা এল
এবার খোলো দোর ।
পূজো মানে - কাশ ফুল
আর আগমনীর সুর ।
পূজো মানে - ঢাকে কাঠি
মনটা অনেক দুর ।
পূজো মানে - নতুন জামা
এবেলা - ওবেলা ।
পূজো মানে - নীল আকাশে
সাদা মেঘের ভেলা ।
পূজো মানে - পড়ায় ছুটি
আনন্দ আর খেলা ।
পূজো মানে - অকাল বোধন
দুগ্গি দেখার মেলা ।
পূজো মানে - খুনশুটি আর
মিষ্টি প্রেমের গল্প ।
পূজো মানে - আলুকাবলি
ফুচকা অল্প অল্প ।
পূজো মানে - সিঁদুর খেলা
বিজয়ার গান গাওয়া ।
পূজো মানে - নীলকন্ঠ উড়ান
শুরু আবার পথ চাওয়া ॥