আমার দুর্গা পথে প্রান্তরে
আমার দুর্গা রাস্তায় -
আমার দুর্গা ফুটপাতে শোয়
কাগজ কুড়ায় রাস্তায় ।


আমার দুর্গা আস্তাকুড়ে
খাবার খুঁজছে দশহাতে,
আমার দুর্গা আধ্পেটা রোজ
খিদে মেটায় পান্তাভাতে ।


আমার দুর্গা অনাথাশ্রমে
কেঁদেই ভাসায় ভুক,
আমার দুর্গা একাপথ হাঁটে
ক্ষুধায় ক্লান্ত মুখ ।


আমার দুর্গা নির্যাতিতা -
কামদুনি বা পার্ক স্ট্রিটে,
আমার দুর্গা অস্ত্র তুলেছে
লড়াই করেছে দিন-রাতে ।


আমার দুর্গা সুপ্তভ্রুনে
বৃথাই ফেলে শেষ নিশ্বাস,
আমার দুর্গা প্রতি মা-র মনে
বানিয়ে নিয়েছে নিজের বাস ।


আমার দুর্গা রুক্ষকেশী
কাঙালিনী ছিন্ন বস্ত্রা,
আমার দুর্গা ছেলে হারা মা
জীবষের দাম বড়ই সস্তা ।


আমার দুর্গা বাঁচতে চাইছে
লড়াই করে বারংবার,
আমার দুর্গা শক্ত হাতে
নিয়ত চালায় এ সংসার ॥