উমা এল বাপের বাড়ি
সঙ্গে পুত্র - কন্যা
কোনো বছর খরা হয়
কখনও হয় বন্যা ।
দুই পুত্র দুই কন্যা
উমার সুখের সংসার
দশ হাতেতে উমা করেন
মহিষাসুর সংহার ।
তোমার রূপে মাগো আমার
চোখে লাগে ধাঁ ধাঁ,
প্রতি বছর এসো ঘরে
আসুক যতই বাধা ।
অষ্টমীর আজ শুভ সকাল
প্রনাম জানাই মাকে -
সাড়া দেন মা তখন
কেউ মাকে যখন ডাকে ।
প্রাণ ভরে ডাকছি মাগো
শরতে কাশ - পদ্মে
মোদের জীবন অতীষ্ট মা
অসুরদের মদ - মত্তে ।
তুমি এসে অসুর নাশো
মাথায় রেখো হাত,
তুমি এলেই কেটে যাবে
অমানিশার রাত ॥