অরুণের অকপট অকলঙ্ক অকলুষ দান সম
অকৃত্রিম অকুতভয় অকুন্ঠ অন্তর তব
অক্ষি তব অকম্প অক্লান্ত অগাধ ।
অক্ষির অঞ্জন তব অতি অতলস্পর্শী,
অতীতের অলৌকিক অস্ফুট বানী সম ।
অধর তব অজ্বের অকুরণ ।
অঙ্গরুহ তব অদ্ভুত, অবলুন্ঠিত অবনীতে ।
হে অনিন্দ্যসুন্দর তব অপেক্ষা অহিদংশন যেন ।
তব লাগি অন্ধকারে অচিন অর্নব দিব পাড়ি ।
হে অনুপমা, তুমি অন্তরের অন্তরস্থলে অধিষ্ঠাত্রী নারী ॥