এবার এস, ঈশ্বরী, মেঘ হও, তৃষ্ণার বারি হও, অশ্রু হও
ঘন বরষার মতো ঝরে আমার সর্বাঙ্গ ধুইয়ে দাও,
তৃপ্তির মত, শান্তির মত এক বর্ষা হও, সুখ !
কতকাল মাটি হয়ে আমি, বিশুষ্ক বালিতে তৃষ্ণা নিয়ে বিষন্ন হৃদয়
বৃষ্টি হও, হাজার বছর ধরে প্রেমহীন আমি,
শ্রাবণের আকাশ হও, ঈশ্বরী, অশ্রু হয়ে ভেজাও চিবুক !


আকাশের মতো, উদার আলোর মতো করে দাও আমার দু চোখ
অভিমানী, নুন জমে জমে সমুদ্র পাথর, মুক্তি কই !
কতকাল নিরুদ্দেশ অরণ্যে ঘুরে ক্লান্ত এক প্রাণ,
গেহ চায়, ঘুম চায়, নীরব অঞ্চলটি পাতো ঈশ্বরী, পরিতৃপ্ত হই !