১। আয়না
আয়না ভাঙলে জলের ওপর রাগ
জল শুকালে শুকনো ঠোঁটে কষ্ট
ঠোঁটের নীচে লুকিয়ে তোর নাম
দেখনহাসি আহ্লাদী, কেউ নষ্ট !


২। ওপরে
ওপরে বিশেষ কিছু দেখার নেই -
বেশীটাই খামোখা নীল, পশ্চিমে ত্যাগ জপে বসেছে  আর
নীচে বোকা মাটি সবুজ হয়ে আছে - অবুঝ !


তুমি ঠিক কোথায় বোঝা যায়না !
আরো অনেকটা ওপরে উঠতে হবে বোধহয় !


৩। কথা ও কবিতা
কথা কেমন করে কবিতা হলো, যদি জানতে,
আসলে পৃথিবীর সমস্ত সুরই তো আহত নাদ !


৪। শূন্যের হিসেব
কি যে বেকার লক্ষ কোটি নিয়ে  লোকে গণিতের কথা বলে !  
প্রত্যেকটি শূন্যের নিজস্ব  হিসেব হয়, বৃত্তগুলো আরম্ভ কোথাও !


৫। সে কবি
মানুষের ভিতরে খাদ কেটে বিবর বানায় - সে কবি -
কিন্তু আসলে কথা ছিল ফুল ফোটানোর - ফুল ফোটানোর শুধু -
এতো রক্ত কেন প্রস্তর যুগের কালে শেষ বার বলে !