তুমি আসবে বলে বসে আছি একা, এই পথে - ওস্তাদ !
বসে আছি শঙ্খচূড় সাপটাকে গলায় পেঁচিয়ে !
কখন আসবে তুমি, ওস্তাদ ?


বসে আছি,  কখন শিখিয়ে দেবে সেই খেলাটা,
যেটাতে শঙ্খচূড় সাপের সাথে বসে লুডো খেলা যায় -
হেরে গেলে সাপের ফণাতে টোকা মেরে বলা যায় -
কি খেলায় জিতে লাফাচ্ছিস - !
জানিস যে খেলাটা আমার ওস্তাদ বাম হাতের কড়ে আঙুলে
হেলায় খেলায়, সে খেলাটার নাম জীবন মরণ,
জানিস চোখ বেঁধে যে বলগুলো নিয়ে ওস্তাদ লোফালুফি খেলে,
সেগুলোকে চাঁদ সূর্য গ্রহ তারা বলে আর -
জানিস যে ছাতাটা আমার ওস্তাদের চাঁদি ঢেকে রাখে
সেটার আরেক নাম আকাশ !


আর জিতে গেলে সাপের ফণাতে চুমো খেয়ে বলা যায় –
যা বাড়ি যা বাচ্চু, কি ভয় দেখাচ্ছিস,
জানিস, আমার ওস্তাদের নাম এলাহী মৃত্যুঞ্জয় !


বসে আছি একা -
কখন আসবে তুমি ওস্তাদ !
কখন আসবে দয়াময় ?