মাটি ছুঁয়ে, এই সব বর্নহীন স্মৃতির আসনে, বসে থাকে আমার হৃদয় -,
নির্নিমেষ বেলা বাড়ে, বেলা বেড়ে যায়,
স্নায়ু ছুঁয়ে মগ্ন আয়ু, স্থির, পূর্নকাম, অজর অব্যয় !!


বুকে হাত দাও, ছুঁয়ে দেখো, কি রকম বাঁচি -
ছুঁয়ে দেখো, আঙুলেও আমি আছি -
ছড়িয়ে ছিটিয়ে - হরিষে বিষাদে - প্রেমে ও অপ্রেমে
ছোঁও, শোনো লাবডুবে আছি- উঁচুতে নীচুতে, রক্তে ও ঘামে
মিশে আছি - জীবনে জীবন -
ওষ্ঠ দাও - ওম দাও - প্রেম - প্রেম দাও ওগো -
হৃদয়ে ডোবাও জিভ, শোনিতে লবন
ব্রহ্মে আছি, আছি জুড়ে অজস্র ব্রহ্মাণ্ডে -
পূর্ণ হয়ে প্রেমে আছি,  আমি হয়ে খন্ডে বিখন্ডে !


ছোঁও, মাটি ছোঁও, ছুঁয়ে ছুঁয়ে থাকো, মাটি- আমি
মাটিতেই মিশে আছি, অসংখ্য ইচ্ছের মতো, অন্তর্যামী -
নিযুত জনম জুড়ে, অসংখ্য অব্যয় -  অচল সচলা,
নিগূঢ় শব্দের মতো - বলা ও না বলা,
শিশিরের পদধ্বনি- পাতার নিক্কন আর অযুত পুরানো
কানাকড়ি প্রেম কোনো, ভাঙা বুকে হৃদয় জুড়োনো -
রূপ, রূপতৃষ্ণা, অচল পয়সার মতো জীবনের কাম,
না আর হ্যাঁ এর মাঝে অসম্ভব অপরূপ দোলাচল, বঞ্চনার ঘাম
সফল চুম্বন গুলো, অসফল রমনের পথ বেয়ে বেয়ে,  ভিক্ষুক -
হয়ে আছি- শুয়ে আছি তিন হাত মাটি হয়ে, তৃষিত চিবুক -
লক্ষকোটি জলকণা হে মৃত্তিকা হে অপূর্বা, - ওহে অনুক্ষণ -
ছোঁও, প্রেম, ছুঁয়ে থাকো, অপূর্ব তৃষ্ণায় রাখো তৃপ্ত জীবন !


এস, তৃপ্ত হও, ধন্য হও চন্দনে চন্দন, অমৃতে অমৃত, হৃদয়ে বিশ্বাস -  
এস কথা বলো, ওগো প্রেম হও, জীবনে জীবন হও, মাটি হও, হও মহাকাশ !