পশ্চিমে মেঘ আঁধার হলো মরলো মানুষ মানুষ -
বারুদ ফাটলে সস্তা মেয়ে, সস্তা বাবা গানুষ !
একটা মারলে পঁচিশটা ফ্রি, জলের দরে মানুষ -
খিদের চেয়ে শিশু সস্তা, সস্তা প্রাণের ফানুস !
তুমিও খাও আমিও খাই খাবেন চাচা মশাই
ঝোল টানতে ইয়ার বন্ধু সবকে পাশে বসাই !


কে কার মেসো, কেউ জানেনা - একলা মাঠের পারে -
সেই শিশুটি খাটিয়া চোর - শুকনো মুখে মরে -!
কোন সীমান্তে কার কি মন্ত্রে কেমন মুক্তি ওরে -
অনন্ত পাপ -কোন অভিশাপ -বিষে বিশ্ব ভ'রে !