খুব আলো, সব ভালো, চাল খোলা
আটচালা মাত করা সাত ঘড়া
হাম সাদা তুই কালো হাত তোলা
দিই গালি, জয় কালী, গালভরা -

খায় খাবি নাকছাবি দুলছে দুল  
কাল ছিল ডাল খালি পথভুলো
আজ খাড়া পাঁয়তারা, উল্টে চুল
কাল তালে ওল্টালো চালচুলো !

তুই যদি খাসনবিস, খাস কেন
দিন দানা খাই মিহি বর্ধমান,
ভাগল কেউ দৌড়ে ভাগ ভাগলপুর -
স্বর্গে খায় চালকলা মর্তমান !
আজ যদি যায় ছুটে পরশুদিন
কাল বসে কাটাস তুই কোন সুখে ?
দ্যাখ খুঁজে, তাক বুঝে, সস্তা ঋণ,
হরকরা, ফেল করা সিন্দুকে !

ছন্দ ভুল, তাই কবুল, নাকচড়ি !
ফালতু মাল, তাই কামাল, পড়ছে কেউ ?
পাচ্ছে ঢুল, কাষ্ঠ রুল বার করি ?
হাতটি পাত, কিস্তি মাত ডাকছে ফেউ !

আর কেন, পস্তানো, হিয়ায় চোট ?
ভোল ব্যাথা, চার কথা কইতে থাক !
আজ নগদ, সেই বাবদ, খেলতে ছোট -
যাক চুলোয়, সাত কুলোয় ছাইতে থাক !

যা কেনে, ছোট টেনে বিদ্যাবান -
সদ্য এই পদ্য কেউ হাসবি না
চারটে দুই, পাগলা তুই বুদ্ধিমান
পড়বি কিন্তু ভুলগুলো কেউ ধরবি না !