ভালোবাসা দেখলাম, সেদিন,
বেনামী নদীর ধারে, হতচ্ছাড়ি হলুদ বেহায়া ফুল,
বাউন্ডুলে এক ফড়িঙের সাথে ফিসফাস !
বাতাসও কবিতা লেখে, চিকচিক বালির খাতায়
আমি ভাবি কোন কৃত্তিবাস !


তারপর কোনোদিন হলুদ ফুলটি দেখলাম,
বিষণ্ণ বালির চরে, নষ্ট ভালোবাসা হয়ে,
অবসন্ন, ছেঁড়াখোঁড়া, দুখিনি পয়ার,
কবিতা, কষ্টজলে লেখা !
ধুলোভরা নষ্ট নদী জুড়ে ! মূঢ় আমি পড়ি একা একা !


আমিও নদীর মতোই, অবগাহ স্নানে আধবেলা,
অবহেলা, চোখের পাতায় কাঁপে,
ভালোবাসা কেন ভরা থাকে
রাধার কি হাহাকারে, কোন অভিশাপে !
অপেক্ষায় ক্ষয়ে যায় সময়ের বিষন্ন পাথর,
প্রেম যদি নদী তবে কষ্ট অপার, বিপদজনক ভাবে ঢালু দুই পাড়,
কবিতা প্রেমের মতো, অসম্ভব বাস্তব,
সীমাহীন বিরহে কাতর !


হলুদ ফুলের মতো - ভালোবাসা নাই বা পাতালি !
একলা কবির মতো - ভালোবাসা নাই বা লিখলি !
একলা নদীর মতো  - এভাবে নাই বা বয়ে গেলি !
একলা মানুষের মতো - এভাবে নাই বা প্রেম দিলি !
একলা ফুলের মতো, নদীর মতো, কবির মতো
- ভালোবাসা এতো কষ্টে, নাই বা লুটালি !