মানুষের জীবযন্ত্র সভ্যতার জব্দযন্ত্র চলে !
আকাঙ্খা, লোভের  বিষে, চেনা শব্দযন্ত্রে এক অচেনা হিসহিসে
চেরা রসনার নব নিত্য মিথ্যা ছলে, লোভাতুর বাসনার জব্দযন্ত্র চলে !
রিরংসা, হিংসা, লোভ মায়াবী ঘাতক অচেনা  -,
লালসা,  বিষকন্যা - ওষ্ঠে বিষ, উর্ণনাভ ! ক্রূর গুপ্তসেনা !
রক্তের ভিতর, হামাগুড়ি দিয়ে জাল বোনে –
দেহে বিষ, মনে বিষ আয়ু ও স্নায়ুতে বিষ--বিষে বিশ্বময় বিষ- বিষাক্ত পুরীষ !
আকাঙ্খা, অসূয়া দুই বোন, রক্তে বসে তাল দেয়,
বিবর্ণ বিষাক্ত কাল গোনে,
অপরূপ মিথ্যার নন্দন কাননে - বসে
মিথ্যা ছলে মিথ্যাজাল বোনে - ছপছপ জব্দযন্ত্র চলে !


আকাঙ্খা, অসূয়া বিষ দুই বোন, বুকের ভিতরে ব’সে তাপ দেয়,
মিথ্যের হাপরে, অনাগত দেশ কাল, অসংখ্য হৃদয়
জ্বালিয়ে পুড়িয়ে খায় হিংসুক ধর্ষক আগুনে ! ছদ্মবেশ !
অচেনার ছদ্মবেশ, প্রতিশোধ, প্রতিহিংসা, ধর্ম, প্রেম ভিখারি ও দরবেশ –
লোভ, হিংসা, সন্দেহ, পাপদেহ, স্নায়ুতে আয়ুতে বিষ ! ঈর্ষাজল !
রক্তে লোভ মিশে, বিষাক্ত গোখরোর শিস, হলাহল,  
বিষে জ্বলে যায় দেহ -- দেহ দেহ বলে কাঁদে শব্দযন্ত্র, জ্বলে,
শব্দযন্ত্র কাজ ভুলে চুপচাপ দেহে বিষ ঢালে –
বিষ ঢালে -- ঢেলে যায় – নিরর্থক হিংসুক আগুনে-
ঐশ্বরিক আশীর্বাদ জ্বলে যায়- আদমের পরিপাটি ইভের এই চতুর্বর্গ সাজানো বাগানে !


উদূখলে, প্রেম ও অসূয়া পিষে, রিরংসা মন্থরা বুড়ি চুপচাপ দেহে বিষ ঢালে,
বিরামবিহীন, মনতলে, হৃদয় জঙ্গলে, স্থাবর জঙ্গম জলে স্থলে – বিষময় !
মানুষের প্রেম, অসূয়া অভিমান - ছলে বলে কৌশলে, অনর্গল মিথ্যা কথা বলে --
শব্দযন্ত্র চলে, কতদূর কতদূর আর -
সমস্ত সভ্যতা ছোটে, অন্তহীন দিশাহীন অমানুষ আকাঙ্খার অসভ্য অতলে  !
বিষম বিষাক্ত বিষে আগামীর দিন খেয়ে, চিহ্নহীন, বিরামবিহীন
ছপ্ছপ্ অবিরাম, ধর্ষকাম মানুষের বিশ্বময় জব্দযন্ত্র চলে !