কালি কলম তৈরী রেখেছি,
বসন্তকে ডেকে ঠায় অপেক্ষায় রেখেছি দিগন্তে -
রক্তের ভেতরে শান্তি খেলা করে ক্লান্ত হলে, ডাক দিও,
বৃষ্টির সংকেতে ! রুদালি শ্রাবনে !
ইচ্ছেমতি কান্না কেঁদে নেওয়া যাবে - সুখে !


শ্রাবন ব্যর্থ বিশ্বাসের মতো মেঘের আড়ম্বরে নিরুদ্দেশ,
ভালোবাসা বিষ হতে হতে
কখন বাসুকীর চেরা ঠোঁটে বিধর্মী অমৃতের মতো সুস্বাদু,
রক্তের স্বাদ যেমন অভিমানী,
খানিকটা তেমনিই  !-


স্তনবৃন্তে জীবন টুপটাপ নিরুত্তর, গাঢ় তরল ভালোবাসা --
মানুষ মানুষই শুধু, শান্তিনাশা, দেবতা কেবলই আকাশে -
নিভৃতে দেখা হলে জেনে নিও,
কোন কোন শান্তি আসলে অসুস্থ ভালোবাসার ভান,
ঈশ্বর নিজেই সহস্র চক্রে দরোজায় অপেক্ষায় মরে কাঠ,
একা হলে চিনে নিও
আমরা একে অপরের রক্তে কেমন করে দাঁড় ফেলি,
মহাকাশ হই, ইচ্ছেমতি ব্ল্যাকহোল, নিঃশেষ নিজেই
জেনে নিও, সময় বলে আসলে কিচ্ছু নেই,
যা আছে তা, হয় ভালোবাসা অথবা না ভালোবাসা কেবল !


বিজ্ঞান বলে, আজকের আলো,
মরে যাওয়া যুগের লুপ্ত কোনো তারাই কেবল, কেউ কোথাও নেই !
কবি কিন্তু মৃত তারার আলোয় প্রেয়সীর চোখে ভালোবাসা জ্বালে,
অন্ধকারকে তো ঠায় - ঠেকিয়ে রেখেছি দিগন্তে
কবে থেকে অপেক্ষায়, ভালোবাসা-
কখনো সময় হলে এস,
চিনে নিও  -- অভিমানী রক্তের স্বাদ !