বেহেস্ত পানে উড়ছে ওড়ে মানুষ,
দোজখ ভুলায় ছুটছে মানুষ কেউ-
মানুষ ধরার কল করেছে মানুষ
ওপর থেকে দেখছে নিচে সেও।

ঊনকোটি ছল ছলে'ছে মানুষ
বাহাত্তুরে ফাঁদে মানুষ কাঁদে
রক্ত শুধু গরম তাতো নয়,
গল্প বানাও নিত্য নতুন ছাঁদে!

জড়াই কাপড় শান্তিতে দুধ সাদা -
ক্লান্ত কিছু শান্তি কবর খোঁড়ে,
খবর যখন সাড়ে তিন হাত মাটি
দুহাত কি তাই ভয়েই বোধহয় জোড়ে।

মানুষ জোটে মানুষ কেন ছোটে
গরম রুটির গন্ধ কেমন তর
ছুরির ধারে উছলে ওঠে খুন -
মানুষ খেলে মানুষ হজম করো।

মানুষ মানুষ নোনতা জলে বাঁধ
উথলে ওঠে দরিয়া ভর পানি
উড়ছে বেহেস্ত ধরবে সফেদ হাতি
আকাশজোড়া পরম আকাশবাণী।

নোনতা মানুষ পান্তা ফুরোয় তবু
শীতের রাতে আগুন সেঁকা চিতা
মানুষ হাসে মানুষ ফে'লে ফাঁদে
আগলে দুয়ার কাঁদে পরমপিতা।