জিজ্ঞাসা করোনা এতো পাথর ছড়িয়ে কেন বাস -
কেন আমার অধিবাস মানে চারপায়ে মানুষ, পাথর, এবং পাথুরে হাতিয়ার
কেন আমার অধিবাস মানে পুরোনো প্রস্তর যুগ - পাথুরে নির্মম !


আমি কবি, ভবিষ্যতের ইতিহাস লিখে যাই -
ধূসর রঙহীন পাথরে,  পাথর দিয়ে আঁকি রঙ্গী বিরঙ্গী ছবি -
পাথরে লিখে যাই- অর্থহীন আঁকিবুকি, আঁকি আগুন ঘিরে শলাকার মত
পশু থেকে মানুষ হয়ে ওঠা কিছু নগ্ন অঋণী মানুষ -নৃত্যরত, মগ্ন !


আর আঁকি মেঘের মত অহংকারী বিশাল ম্যামথ,
হাঁটু গেড়ে নির্ভয় সংঘবদ্ধ মানুষের কাছে ক্ষমাভিক্ষা করে !
এঁকে যাই স্বাধীন নির্ভয় একশৃঙ্গ হরিনের মতো অবাস্তব ইউনিকর্ন,
কারো ভ্রূকুটির তোয়াক্কা না করে লাফাচ্ছে খুশির বাতাসে !


আর আঁকি মানুষ - আকাশের দিকে হাত তুলে
এই অপূর্ব জীবনের জন্য সৃষ্টিকর্তাকে ধণ্যবাদ জানাচ্ছে !
ভবিষ্যতের ইতিহাস !

আমি  জানি - সত্যি সত্যিই একদিন মানুষ এখানে আসবে -
মানুষ আসবে -- আসবে মানুষ !
এবং আসবে কোনো হাতিয়ার এবং পাথর ছাড়াই -
নির্বাক চোখে তারা আমার ছবিগুলিকে দেখবে
জানবে, তাদের পূর্বপুরুষ শুধু পশু ছিলোনা -
জানবে এখানে মানুষ ছিল, মানুষ !


হয়তো মাথা ঝুকিয়ে - কুর্নিশ করে
আমার এই অর্থহীন আঁকিবুকিকে তারা  সসম্মানে নাম দেবে - কবিতা !