তারপর এমনি একটি অসাধারণ অনিবার্য  সন্ধ্যায়,
দিনের আলো শেষ হয়ে এলে, নিশ্ছিদ্র ঘন জঙ্গলে
আরো ঘন হয়ে আসা সন্ধ্যের আলো আঁধারিতে সুবর্ণ সুযোগে বা মওকায়,
খুব ধুমধাম করে ঢাক ঢোল বাজিয়ে ও কাঁসর ঘন্টা  সহকারে
ধূর্ত শিয়ালকে সর্বজনস্বীকৃত সম্মানিত পন্ডিত ঘোষণা করা হলো !
আর তার সাথে সাথে হিংস্র হলদেটে ধূসর লোমের নেকড়েকে
গভীর শ্রদ্ধার সাথে  দেওয়া হলো  কোতোয়ালির সনদ !


হলদে ডোরাকাটা নৃশংস হত্যাকারী বাঘ, যদিও খিদের চোটে বাধ্য হয়ে
বেচারী দু চারটে নিরীহ হরিণ গাধা বা খরগোশ খেয়ে পিত্তি রক্ষা করে,
তবু আর কেউ নেই দেখে তখন সে নিজেই বসলো
সব্বার স্নেহময় অভিভাবক দোর্দণ্ডপ্রতাপ রাজা মামা হয়ে !
রাজা মামা সিংহাসনে বসেই অন্ধ শিকারী প্যাঁচাকে ধর্মাবতার
এবং বোবা বিশাল বটগাছটিকে ঈশ্বর বলে চিরস্থায়ী বন্দোবস্তে
পাকা চাকরীতে নিযুক্ত করলো !


আর রাজা হয়ে বসার সঙ্গে সঙ্গে সমস্ত মামার ভাগ্নেদের
জঙ্গলের মধ্যে যা খুশি করার অধিকার সুন্দর ভাবে প্রতিষ্ঠিত হলো,
যে কারণে সমস্ত ভীতু ও কল্যাণকামী পশুগুলির মধ্যে
মামার ভাগ্নে হবার জন্যে এক দেখার মতো
অভূতপূর্ব স্বাস্থকর প্রতিযোগিতা আরম্ভ হলো যে বলার কথা নয় !


নৈতিকতার দিকে খেয়াল রেখে ধর্মাচরণ করার জন্য,
সবচেয়ে ধার্মিক বকটিকে নিযুক্ত করা হলো, ধর্মগুরু হিসেবে !
অসাধারণ দক্ষতার সাথে সে তার সাদা ধপধপে আলখাল্লার নীচে
দুটি কালো পায়ের মধ্যে দিয়ে ভক্তির বান ছোটালো ছোট ছোট লাল নীল মাছেদের মধ্যে
সাথে পাড়ে তপস্বীর বেশে বিড়ালটিকে রাখা হলো সসম্মানে
বলা হলো প্রত্যেকটি অধর্মের ইঁদুর বিলুপ্তির পর,
ধারালো দাঁত আর থাবার তীক্ষ্ণ নখগুলিকে লুকিয়ে মুখ মুছে বসতে !


প্রশাসনিক কাজকম্মো ভারী দায়িত্ব বলে
ধম্মের ষাঁড়টিকে দেওয়া হলো চূড়ান্ত প্রশাসনিকের পদ,
যদিও সে প্রতিমাসের তিরিশ তারিখে মাইনে পাবে, উপরি আলাদা, তবুও  
শর্ত অনুযায়ী তার বছর কিন্তু আঠারো মাসের একটি দিন কম নয় !
পরম আরামে চোখ বুজে সে তখন বাঘ রাজার গোলামীতে রাজী হলো,
অবশ্য রাজী না হয়ে তার কোনো উপায়ও ছিল না !


এখন বাকী রইলো শুধু বোকা গাধার ব্যাপারটা  
ওজনে পিঠ বেঁকে যাওয়া খেটে খাওয়া বেচারি ভারবাহী হতভাগ্য গাধাকে
বোকার বোকা সেরা বোকা বলে কিছুই দেওয়া গেল না ! একেবারে কিচ্ছু না !
ঠিক হলো, গাধার যেহেতু কোনো কাজই নেই - তাই - গাধার একমাত্র কাজ হলো,
রাজা ও ভাগ্নেদের এবং ওপরের সমস্ত মোড়লগুলিকে নিরলস সেবা দেওয়া !
সেবা, নিরলস নিঃশর্ত সেবা - দেহের শেষ রক্তবিন্দুটি নিংড়ে সেবা !


গাধাগুলো একেবারেই বোকা গাধা হয় কিনা, চিরকাল - বুঝলেন কিনা,
তা, দিন নেই রাত নেই ঝড় বৃষ্টি রোদ বাদলে, সকালে দুপুরে, আলো আঁধারে,
সব সময় গাধা সসম্মানে হাড়ভাঙ্গা খাটুনি খেটেই চলেছে
হাড়ভাঙ্গা খাটুনি ছাড়া কোনো কাজই হয় না ওদের দিয়ে,
‘- একেবারেই সাধারণ অপদার্থ গাধা কিনা !