রাত জাগা জিজ্ঞাসা আকাশ হয়ে আছি
তোমার হাতের কাছাকাছি,
নামে কি বা যায় আসে, দূরে
কিছু কিছু ভালোলাগা, খেলা করে, না-বাজা নুপুরে।
তুমিও ওপর থেকে অনেক বৃষ্টি ফোঁটা হয়ো !
আমার মৃত্তিকা, অনেক পিপাসা আর সময়ের দাগ মুছে মুছে
অকলঙ্ক বিস্তারে মহাজীবনের রাগ গায়,
কীর্তি নয়, অসীম জিজ্ঞাসা,
ঘুরে ঘুরে অদ্ভুত মায়াজাল কাটে নিজেই নিজের উত্তরে,
হয়তো নিজেকে খুঁজে পায়।

আছি, আমি আমি হয়ে আছি,
দলে যাওয়া মুথা ঘাসে,
মরে যাওয়া আধখাওয়া পতঙ্গের কাছে,
ব্যস্ত পিঁপড়ের কিছু জীবনে বিশ্বাসে,
এক ফোঁটা জল হয়ে প্রবল নিদাঘ দ্বিপ্রহরে,
বিশুস্ক অধরে -
পিপাসার্ত জ্যৈষ্ঠের মাসে -
অজস্র ধারার মত শ্রাবণের প্রথম অধিবাসে,
বাদলের অকৃপণ পরম আশ্বাসে!

তুমিও আকাশ হয়ো, কিরন হয়ো, হবে গো সর্বংসহা আমার মেদিনী
প্রেমে উন্মাদিনী হয়ো, হয়ো গো অসীম প্রেমে বিমুগ্ধ জননী,
সখা হবে, প্রাণ হবে, একদিন তুমি আমি হবে,
কীর্তি নয়, নাম নয়, সমস্ত ভুবন জেনো প্রেমে ডুবে যাবে