ওগো, যারা যাবার সময় শেষ চোখে এঁকে গিয়েছিল ভালোবাসা
ঈশ্বর তাদের পাঠশালায় বসে স্বরলিপি সেধে বলেছিলো,  ভালোবেসো !


আমিও মেখেছি ধুলো, আকাশে হাতের তেলো বুলিয়ে বলেছি ভালো থেকো-
আমিও কবিতার মতো বয়ে গেছি - বয়ে গেছি একেবারে
সরল ফেনার মতো ঘাসে ঘাসে - বুজবুজি কেটে বসে আছি
ঈশ্বরের সাথে পাঠশালা -একে ছন্দ, দুইয়ে নেত্য গেয়ে !


কখনো নদীর সাথে দেখা হলে হেসো - দুটি কথা বলে যেও
বড় দুঃখিনী বালিকা - একা একা বয়ে যাওয়া নরম জলের কন্যা -
আমিও তো বয়ে গেছি - ফেনা হয়ে রয়ে রয়ে গেছি ঘাসের কিনারে !


বওয়ার সময় যারা চুপিচুপি বলেছিল ভালোবাসি, ভালোবেসো তুমি
এক কুচি ভালোবাসা মেগে শুকনো নদীর ধরে বসে আছে তারা !


যাওয়ার আগেই কিছু বলে যেও তুমি- বলে যেও ভালোবাসি, বলে যেও নদী -
বয়ে যেতে যেতে কিছু নরম পিপাসা - নরম জলের মতো ভালোবাসা দিও !