১। শৈশব


তোকে তো দিয়েছি সব -- আনমনে, আমার শৈশব
সুবোধ বালিকা জেনে, কষ্টে ছেনে আমার হৃদয়,
এখন বলিস কই সব ?  


২। কবিতা


জলের দাগে কবিতা লেখা, আদিখ্যেতা রোজ  --
তিন পয়সার পালায় করিস জলের দাগের খোঁজ !
জল তো কি তোর বাপের নাকি ? বিনি মাগনা ?
যখন খুশি ডুব, চোখের বিলে !
আহ্লাদী আজ জল পাবি তুই, পাক্কা হিসেব দিলে-
আজ ভেজাবো –
জলের হিসেব মিললে,
তবেই কিন্তু আজকে আবার কাঁদতে দেব -   !


৩। কাছে আসিস না !


ধূমকেতুর ঠিকানা নেই, তারাদের আছে,
কে যে দূরের আর কে যে কাছে !
-- খুব কাছে আসিস না, চিনে ফেলি পাছে !  


৪। ভালো থেকো


কেউই ভালো থাকেনা, তবু বলি, ভালো থেকো !
কেউ মনে রাখে না, তবুও হৃদয় বাঁধা রেখে কাঁদি,
ফিস ফিস করে বলি - মনে রেখো !


৫। ছুঁয়ে দাও


ছোঁও, ছুঁয়ে দাও আমার এ বুক,
শান্ত করো, সারাও এ উন্মাদের ছোটার অসুখ !
ছুঁয়ে দাও ওই হাতে, পরাস্ত বিপন্ন নাবিক-
হারালে হারাক যত দিকভ্রষ্ট চেনাবার দিক !


তুমি থাকো আমি থাকি-
কখনো সবুজ দ্বীপে দেখা হলে,
কয়ে নেবো কথা যত বাকি !


৬। হৃদয় !


মিশকালো দরিয়ায়, কালো জল, কালো কালো জল !
ছোট্ট হৃদয় হাসে, কি অতল গভীর সে ছল !