আমি ডেকেছি তোরে
প্রতিটি সূর্য ভোরে
যত ছিল মোর প্রার্থনা সংগীত।
যত ছিল মোর সাধনা সম্প্রীত।


আমি চেয়েছি; চেয়েছি তোরে
রৌদ্র জ্বলসানো দুপুরে।
বিরহী সূরের ক্লান্ত নুপুরে
গহীন অরণ্যে, অকুল-পাথারে।


যত ছিল মোর পেশির বড়াই
তবু করিনি আমি ভ্রান্ত লড়াই।
আমি খুজেছি তোরে
অজানা শত লোকবরে।