আমি ওপারে তাকাই:- শূন্যের- ওপারে”
এ মনের কার্ণিশে শ্যাওলা জমে গড়ে উঠেছে শূন্য দ্বীপ।
এ দ্বীপে ভালোত্বের বসতি নেই।
মাঝে মাঝে হায়নার দখলে যায় দ্বীপের আবেগ
চোরাবালিতে আটকে যায় অনুভূতি।
তবুও অশ্রুতে ভেসে বেড়ায় না এ দ্বীপের শূন্যতা।
জঠর ধরে ভেসে বেড়ায় শূন্যে।
মাঝে মাঝে হাসির স্ফুরণ ঘটে।
ভাবলেশে হেসে উঠে শূন্যতা দেখে।
এ দ্বীপ শূন্যতা ভালোবাসে।
এ দ্বীপ হাসি ভালোবাসে।