ভাই মানুষের মূল্য কই?
চড়েছে আনাজ পিয়াজ, লংকা-লবণ মিষ্টি দই
চড়েছে তেল মসলা, তেলেভাজা আর মিষ্টি খই।
মানুষের মূল্য কই?


ঐযে কৃষাণ স্বপ্ন ফলান শতক জনম ধরে
চড়েছে কি তার মজুরি, বাজার হিসেব করে?


কুলি ভাই কুল হারিয়ে বইছে বোঝা দেখছো কই?
পায়ের চাপে ঘুরছে প্যাডেল, পায়ের খবর রাখছো কই?
ভাই, মানুষের মূল্য কই!


মানব দেহের দামটা কেমন? দু-কেজি চাল সম
চালের ট্রাকে ছুটছে মানুষ, হন্য করে দম


দু-হাতের দাম বেড়েছে? মাইনে কত আজ
সে দু-হাতের রক্তে গড়া তোমার যত রাজ


ঘামের দামটা ছেড়েই দিলাম, হাড়ের দামটা কত
ক্ষীণ হাড়ে যাচ্ছে খেটে, জোয়ান-বৃদ্ধ শত।