যখন ঘুম থেকে উঠলাম তখন সকাল ভোর;
রাস্তায় আমি ব্যায়াম করছি পাশেই বিড়ি খোর।
এই সমাজের কিছু নেতা, একটু একটু চোর;
নেতাদের মধ্যেও দেখলাম কতো বিড়ি খোর।
ব্যর্থ হয়ে প্রেমিক-প্রেমিকা করে তারা জোর;
ভালো খাবার নাপেয়ে তারা হয় বিড়ি খোর।
নেশার সময় বড়দের দেখে ছোটরা দেয় দৌড়;
বড়দের দেখেই ছোটরা আজ হচ্ছে বিড়ি খোর।
মানা করলে যুবকরা বলে তাতে কি তোর;
সঙ্গ দোষে যুবকরা আজ হচ্ছে বিড়ি খোর।
বাবা ছেলেকে শাসন করে আটকে দিয়ে দোর;
ছেলের কথা বলবো কি আর বাবাও বিড়ি খোর।
সমাজে ধূমপান বিরোধী আছে কতো শোর;
যারা এসব প্রচার করে তারাও বিড়ি খোর।
ধর্মে নিষেধ নেশা করা শেষ ঠিকানা গোর;
শিক্ষক যারা তাদের মধ্যেও আছে বিড়ি খোর।
যারা ধূমপান করে তাদের কাটে না ঘোর;
যেখানে যায় আমি সেখানেই বিড়ি খোর।