একুশ তুমি
স্বাধীনতার বীজ করেছো বপন;
তুমি দেখিয়েছো স্বাধীন বাংলার স্বপন।
একুশ তুমি
মায়ের কোল খালি করেছো কত;
তুমি কারো কাছে মাথা করোনি নত।
একুশ তুমি
জীবন দিয়েও পেরেছো হাসতে;
তুমি শিখিয়েছো মাথা উঁচু করে বাঁচতে।
একুশ তুমি
বাঙালি মায়ের বুক ভরা বেদনা;
তুমি সামনে এগিয়ে যাওয়ার চেতনা।
একুশ তুমি
বাংলা ভাষাকে রেখেছো সবার মুখে;
তুমি ভরে দিয়েছো বুক অন্য রকম সুখে।
একুশ তুমি
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস;
তুমি হওনি পাকিস্তানিদের কাছে বশ।
একুশ তুমি
রক্তে রাঙানো বায়ান্নোর আহাজারি;
তুমি ভাষা আন্দোলনের একুশে ফেব্রুয়ারি।