শ্রাবণ দিনের অঝোর ধারায়
আয় না দু'জন মাতি,
কাদা ছড়া মেঠো পথে
তুই হবি মোর সাথী।


মাঠের ধারে হিজল বনে
করব ছুটোছুটি,
কাদা জলে ভিজবে রে তোর
নাঙা চরন দু'টি।


নয়ন জোড়া তোর বদনে
থাকবে শুধু চেয়ে,
ফোটায় ফোটায় পড়বে বৃষ্টি
সারা গতর বেয়ে।


কাদা ছড়া মেটো পথে
হাটব তোরই পাশে,
মিটি মিটি অবাক চোখে
দেখবে সবুজ ঘাসে!


এলো কেশে জলের কণা
শিশির যেন ঘাসে,
অরুন আলোর ঝলক পেয়ে
যেমন করে হাসে।


বিজলী চমক দেখবি যখন
উঠবি কেঁপে ভয়ে!
দু'হাত দিয়ে ধরবে আমায়
জড়সর হয়ে।


মনের সুখে তোকে নিয়ে
উড়ব হাওয়ায় ভাসি!
মেঘের ভেলা লজ্জা পেয়ে
হাসবে লাজুক হাসি!


মাঠের পরে দূরের গাঁয়
সেথায় যাব নিয়ে,
ইচ্ছে হলে যাবিরে তুই
চায় যদি তোর হিয়ে।