মানব রুপে জন্ম হয়েও
মানুষ কেহ নইযে!
কালো কেশের বিশাল দেহী
অমানুষ সব হই যে।


মানুষ হওয়ার শর্ত গুলো
খুঁজতে কি কেউ যায় রে?
অসৎ লোভী নির্বোধ ছাড়া
আসল মানুষ নাই রে।


ভাবুক বেশে বৈরাগী হয়
পাগল তারে কয় রে!
দীনের পথে অটেল যিনি
আসল মানুষ হয় রে।


অবিচার আর শঠের পথে
মানুষ কিন্তু নয় সে,
ইনসাফ আর ধৈয্যের গুনে
মহৎ মানুষ হয় সে।


মানবতায় বিবেকহীন
মানুষ কি আর রয় সে!
ক্ষমার গুনে মর্যাদা পায়
মানুষ তবুও হয় সে।


পরনিন্দা লোভ লালসা
স্বার্থ ছাড়া নয় রে,
ন্যায়ের পথে চলে যে জন
সুখী মানুষ কয় রে।