পাকিস্তানী দোসর ছিলে
আবার তোরা সকল মিলে
ঘাপটি মেরে আছিস!


দেশ টা তো নয় কারো বাবার
জেনে রাখিস রাজাকার
ঘোলা পানির মাছের শিকার
আর পাবি না তোরা পার।


চারটি যুগের মিষ্টি কথায়
তোদের বুঝি হয়নি হুস
বলব কি আর, শুন রাজাকার
রক্তে তোদের ছিল দোষ!


হাসির ছলে কথা বলিস
নেই যে তোদের শরম-লাজ
মিষ্টি কথায় এবার বুঝি
আর হবে না কোন কাজ।


তোদের ঘরের ছেলে-নাতি
মওকা বুঝে ধরিস ছাতি
সদলবলে মিলে এবার
বাঁচতে চাস তো বাংলা ছাড়!


দেশদ্রোহী রাজাকার
বাঁচতে চাস তো বাংলা ছাড়!