মন চেনেনা মনের বনিক, প্রেম বুঝেনা হৃদয়
চোখ জানেনা তার ইশারা লোলুপ দৃষ্টি সদয়।
মুখ ফুটেনা আসল কথায়, কান শুনেনা শ্রবণ
পা চলেনা সুপথ ধরে, লজ্জা হীনের মন।
তরুর ছায়া দেয়না এখন পথিক মাথায় আর,
বিবেক ঘরে ঝুলছে তালা শূণ্য দেনদরবার!
পাপ দেখেনা পূর্ন কেবা ভাসে আপন নায়,
আসল নকল কেউ খুঁজেনা ভবের কেনাবেচায়।