ভালবাসি বন্ধু,তোমায় বড় ভালবাসি,
তাইতো বহু দূরে থেকেও তোমায় মনে রাখি।


যখন একা নদীর ধারে বসে
রাতে স্নিগ্ধ শশি দেখি।
আমি তখনও তোমায় ভাবি।
বিছানায় শুয়ে থেকে,
নিদ্রা যবে আসে।
আমি তখনও তোমায় ভাবি।


সূর্যের আলো যবে
যমিনে এসে মাখে।
পাখির জড়ো কন্ঠে
যবে মোর ঘুম ভাঙ্গে।
দিনের সূচনা হয়
যেন তোমায় ভেবে।


দিনের হতে সূচনার
যবে সন্ধ্যা নেমে আয়।
মাঝে মাঝে কিছু সময়
আমি ভাবি যে তোমায়।


চাঁদকে ছাড়া, যেন তাঁরা
বড় অসহায়।
অসহায় তাঁরা,সেতো
কাঁদে নিরালায়।


তুমি যেওনা, হে ললোনা,
ভুলে আমায়।
আমি এখনও ভুলিনি তোমায়।