সূর্যের মত এলে মম চিত্তে
ব্যালা ফুরাতে ক্যান গেলে নিভে?


ভেবেছিনু তোমারে
আমারি জীবনে।
যেন এক তৃষিত বৃক্ষের মূলে
জলদিয়ে তারে সবুজে সাজাবে।
কৈ!না!
তাদেখি আর হলোনা।
মৃত্তিকায় জলের ছোয়া দিয়ে
ক্যান আবার তুলে নিলে?
তৃষিত বৃক্ষের মনে
ক্যান মিথ্যে আশা যাগিয়ে ছিলে।


নির্বোধ বৃক্ষ বোঝেনি
সেযে ছলোনার শিকার হবে।