বাজার থেকে এক টাকার আলতা
দেড় টাকার কাচের চুড়ি
রঙিন কাগজ সাথে লাল ফিতে
পুরোনো শাড়িতে তুমি আর তোমার উদলা পা।
খা বাড়ির চল্লিশ গজ দূরের বাগান
নেশা লাগানো ফুলের গন্ধে ভরা
হিজলের তলে, বাসর পেতেছি
হোগলার বিছানা তারাদের ছাদ।
মধু ভরা রাতেই বিষন্নতার শেষ ভোর
এতো আয়োজনে তোমার ফাকি,
এখন নোনতা জলগুলো শুষে নিচ্ছে
বাসি ঘুমের তাজা স্বপ্ন।