তোমাকে ছুয়ে দেখার অসুখে ভুগছি প্রিয়
তোমার চোখে চোখ রাখার তৃষ্ণায় কাতর
তুমি ছাড়া নেই বসন্তদিনের কোকিলের ডাক
বিষাক্ত হয়ে যায় সকালের সোনা রোদ।
তুমি ছাড়া সুবাস হারিয়ে ফেলে বাগানের ফুল
ঝরে পড়ে সদ্য ফোটা আমের মুকুল।
তুমি তুমি করে আজ আমি বড় ক্লান্ত
তোমার শূন্যতায় ছটফট করে মন অশান্ত।
কত রাত নির্ঘুম কাটালে ভোরের সূর্য হাসবে?
কতটা পথ পাড়ি দিলে অপেক্ষার অবসান হবে।
এক জীবনে কতটা দু:খ পেলে
তোমাকে ছুয়ে দেখার অসুখ সারবে?