কিছু শব্দের বানান ছোট অর্থ অনেক বেশি
কিছু শব্দে আঘাত করে হৃদয়ের পাশাপাশি
কিছু শব্দ জ্বলতে থাকে জ্বলন্ত লাভার মত
কিছু শব্দ তৈরি করে হৃদয়ের পাশে অগভীর ক্ষত
কিছু শব্দে কলম ভাঙে লিখতে গেলে কিছু
কিছু শব্দের জন্য সারা জীবন মাথা রাখে নিচু
কিছু শব্দের একটু নাড়ায় বিবেক করে ঠিক
কিছু শব্দে নাস্তিকে ও করে দেয় আস্তিক
কিছু শব্দে বিবেক হীনদের করে দেয় তালিকা
কিছু শব্দের জন্য রাজকন্যাকে ও করে দেয় সেবিকা
শব্দগুলোর ভিশন ওজন, মাপা যদি যেত
শব্দগুলো সৃষ্টির আগে একটু ভেবে দেখতো