নদীর এক পাড়ে মহা বিদিশা নিশির নিশা
অন্য পাড়ে জ্বলে বাতি,
অগণিত তারা আর অসংখ্য জোনাকিরা
যেন ওপারকেই দিয়েছে দ্যুতি।


প্রতিটি ভোরে সে সংকল্প বাঁধে মনে
যাবে এগিয়ে ওই কল্যাণী উঁচু পাড়ে,
তবুও পিছু টানে মন,করিবে অবগাহন ঐ
সর্বনাশা সরোবরে।


দগ্ধ স্মৃতি ভুলে চায় যেতে সে বহুদূরে
অচেনা শহরের পানে,
আবারও থমকে থাকে ডেকে যায় গাঁয়ের বাঁকে
চেনা সে সুরের গানে।


কত যে আসে বাঁধা,দূর্গম ঐ পথে হাঁটা
তবুও মানুষ চলে হেঁটে,
তাইতো ছুটেছে বেগে,জানেনা কী অনুরাগে সে
চলেছে সীমাহীন নীল ঘাটে।


ছুটিছে আমরণ সে করিবে মুক্তা হরণ
ঝিনুকেরে করিবে জয়,
ছাড়েনি বন্ধু স্বজন,ভুলিছে শত কুজন
মানিবেনা ভীতি কিবা লয়