আজই প্রাণপণে স্মরি,পুষ্প ডালিতে বরি
ওগো মুক্তিসেনার দল,
তোঁমাদের স্বরণে তাই মম-মাঝে পাই
অবিনাশী শত বল।


হে স্বাধীনতার কাণ্ডারি,সদা তোঁমাদেরে স্মরি
শুধু আজকের দিনে নয়,
ভাবিলে মায়ের কথা,আনিলে এই স্বাধীনতা
অমূল্য প্রাণ করিলে লয়।


আজি ষোলো কোটি ভাবি,আঁকি একাত্তরের ছবি
রক্ষেছ জীবন দিয়ে ভুমি,
রেখেছ জয়ের নেশা,হারাইয়াছ কত স্বজন- বাসা
তাই তোঁমাদের স্মৃতি চুমি।


স্বাধীনতার তরে মেরেছ অরিকে ধরে
কত বক্ষে রাখিয়া হিম্মত,
করেছ তাদেরে তাড়া,লড়েছ ভীতি ছাড়া
রেখেছ দেশমাতৃকার ইজ্জৎ।


এখনও রয়েছে বেঁচে,স্বরণে নিয়ত আছে
ভুলে নাই এই বাঙালি জাতি,
ষোলো আসিলেই স্মরে,দুহাতে প্রার্থনা করে
রহে যেন তোঁমাদের গোরে বাতি।


করোনি মাথা নতি,পেয়েছি 'স্বাধীন' খ্যাতি
দিয়েছ এনে মহান স্বাধীনতা,
গিয়েছ পরপারে,যাওনি তবুও মরে
রয়েছে বাঙলার সনে সখ্যতা।