তোমারি স্মরণে বসিয়াছে ভ্রমর
ঐ পুষ্প নিমুটের ডালে,
১৪' তুমি অমরিত ভবে
ভুলিব না কোনো কালে।
তোমার লাগিয়া আসিয়াছে ফাগুন,
ফুটাইয়াছে শত ফুল,
তোমারি প্রণয়ে ভরিবে হৃদয়
প্লাবিত সাগর কূল।


তোমারে পাইবে বলে এ মন ঘুরেছে
পাগল হয়ে,ছুটেছে বলাকা-বেশে,
তবুও সে প্রাণ পাবেনা প্রেমের বাণী
হবে হেলিতই সাবন শেষে!
এই চৌদ্দের দিনে হাঁসিবে কত
রাধাকৃষ্ণ খ্যাত দল!
এমনও লগনে প্রাণ,গাহিবে বিরহী গান,
রবে আঁখিদ্বয় ছল ছল।


তুমি আসবে বলে প্রিয়া বসে আছি এই
প্যারিস রোডের ধারে,
না জানি কভু আসিবে কিনা
এই অবহেলিত মন্দিরে!
হে ১৪' তুমি কি পারিবে ইন্দু দিতে
এই মেঘাবৃত হৃদয় গগনে,
পারিবে কি মেলাতে আমারে
মোর হারানো চাঁদের সনে?