আপসী তুমি অহি-নকুলের শ্রদ্ধীয় প্রিয় মানব
ভালো-মন্দ সকলই আসিয়া খুজিয়াছে তোমায়,করিয়াছে তলব।


দল-বিদল তুমি দেখনি কভু
শুধু ভাবিয়াছ মানবের লাগি,
অনুযোগ তাদের শুনিবার তরে
রহিছো কাচারী ঘরে,দীর্ঘ নিশি জাগি।


অসংখ্য যাযাবর,কুলি-মজুরীকে তুমি দিয়াছ কুঠিরে ঠাই,
দেখিয়াছি মোরা,গরীবেরা সবে তোমার গুণ গায়।


প্রদোষ লগ্নে দর্শি আমারা
যাযাবরে ভরা তোমার বাড়ি,
অসংকোচে তারা রহিল হেথায়
পুলকিত হৃদে সুদীর্ঘ শর্বরী।


অচল ছাত্র আসিয়া যবে জানাইল দুঃখের কথা,
তাদের কষ্ট করিতে লাঘব,বাড়াইলে হস্ত,হইলে তাদের মিতা।


আলোর শিখা দেখাইতে তাদেরে
নিয়াছ উঠাইয়া,করেছ দেদার দান,
বলিছ তাদেরে আসিও পুনর্বার,
রহিব পাশে,যতদিন রহে এই প্রাণ।


অগণিত মানব হইয়াছে বড় তোমারই হস্ত ধরে,
তাই,বারে বারে সে মন তোমাকে খুব স্মরে।


আপসী তুমি দিয়াছ সাড়া গরীবের ডাকে,
দুঃখ তাড়াইতে সদাই হইয়াছ ব্যকুল
প্রর্থনা করি,তুমি দীর্ঘজীবী হও;
ওগো,আপসী সৈয়দ শরিফুল।